Where the Wild Things Are

ছোটদের উপযোগী সুন্দর বই, ভালো বই। ছবিগুলো বলার বাইরে সুন্দর! দানব হওয়া ভালো নয়, হট্টগোল গণ্ডগোল পাকানো ভালো নয়। গণ্ডগোল যদি ইতোমধ্যেই পাকিয়ে যায় তাহলে সেটা যে ভালো নয় তা অনুধাবন করা, ও শুধরে যাওয়াই সেরা কাজ। [পিডিএফ]