সন্তান জন্মদানক্ষম নারীর শরীরে প্রতিমাসে একটি করে ডিম্বাণু পরিপক্ব হয়। কোন মাসে যদি একটির বদলে দুইটি ডিম্বাণু পরিপক্ব হয় এবং দুটি ডিম্বাণুই যদি পৃথক শুক্রাণু দিয়ে নিষিক্ত হয় তবে যমজ হতে পারে। এধরনের যমজকে বলে দ্বিডিম্বক যমজ বলে। আই যমজ জিনগত ভাবে পৃথক হয় কারন তারা ভিন্ন ভিন্ন ডিম্বাণু ও শুক্রাণু থেকে উদ্ভুত।
আরেক ধরনের যমজ হয়, যেখানে একটি পরিপক্ব ডিম্বাণু একটিই মাত্র শুক্রাণু দিয়ে নিষিক্ত হয়, তবে সেটা থেকে গঠিত ভ্রূণের সংখ্যা একটির বদলে দুইটি। এই যমজ জিনগত ভাবে একই কারন তারা একই ডিম্বাণু ও শুক্রাণু থেকে উদ্ভুত।
ভ্রূণের সংখ্যা একটির বদলে দুইটি কেন হয় তা এখনও পর্যন্ত পরিস্কার নয়।